ভারী বর্ষণের ফলে উত্তর ভারতে বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়ে গত এক সপ্তাহে বহু মানুষ নিহত হয়েছেন বলে শনিবার এক কর্মকর্তা জানিয়েছেন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের মুখপাত্র সন্ধ্যা কুড়েল বলেন, নিহত ৫৯ জনের মধ্যে বেশিরভাগই উত্তরপ্রদশে বাড়ি ধস, বজ্রপাত ও ডুবে গিয়ে মারা গেছেন। এর মধ্যে বন্যাকবলিত অঞ্চলে সাপের কামড়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।
মন্দিরের শহর বেনারসে বৃহস্পতিবার থেকে শনিবার ১৯ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার ফলে হাজার হাজার হিন্দু তীর্থযাত্রীর গঙ্গা নদীতে স্নানের এলাকাগুলো নিমজ্জিত হয়ে গেছে।
শনিবার রাজ্যের রাজধানী লখনৌ এবং আমেথি ও হারদোইসহ বেশ কয়েকটি শহরে বৃষ্টিপাতের কারণে বিদ্যালয় বন্ধ ছিল।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জে পি গুপ্তা বলেন, সোমবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে।
সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলেও ভারী বৃষ্টিপাত হয়েছে এবং পুনে শহর ও পার্শ্ববর্তী অঞ্চলের নিম্ন এলাকায় বন্যার কারণে প্রায় ৩ হাজার মানুষকে উঁচু জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
চলমান বর্ষা মৌসুমে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারত, নেপাল ও বাংলাদেশে বৃষ্টিপাতজনিত কারণে ৩৫০ জনের প্রাণহানি ঘটেছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ