স্বাভাবিকের তুলনায় দশ গুণ বেশি বৃষ্টিপাত থেকে সৃষ্ট দুর্ঘটনায় রবিবার ভারতের হিমাচল প্রদেশে কমপক্ষে ২৪ ও পাঞ্জাবে তিনজন নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সেপ্রেস।
চলতি বর্ষা মৌসুমের সবচেয়ে বৃষ্টিময় দিন রবিবার পাঞ্জাবে স্বাভাবিকের তুলনায় ১,৩০০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। হিমাচলে তা ছিল ১,০৬৪ শতাংশের ঊর্ধ্বে।
ভারতের আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, দেশটির উত্তরের রাজ্যগুলোতে এ বৃষ্টিপাত সোমবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে।
হিমাচল প্রদেশে ২৪ জন মারা যাওয়ার পাশাপাশি ৪৯০ কোটি রুপির সম্পদের ক্ষতি হয়েছে বলে এক কর্মকর্তা উল্লেখ করেছেন। সেখানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীকে তলব করা হয়েছে।
পাঞ্জাবের লুদিয়ানা জেলায় বাড়ির ছাদ ধসে এক শিশুসহ একই পরিবারের তিনজন মারা গেছেন। রাজ্যের আট জেলার ২৫০ গ্রামে বন্যার মাঝারি সতর্কতা জারি করা হয়েছে। সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে অনুরোধ এবং আক্রান্ত এলাকায় স্কুল বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
চলতি বর্ষাকালে বৃষ্টিতে ঘাটতি থাকা পাঞ্জাব রবিবারের এক দিনের বৃষ্টিতে উদ্ধৃত্ত হয়ে গেছে।