ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবে বক্তব্য রাখবেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৭ অক্টোবর ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের পূনাঙ্গ অধিবেশনে ঐতিহ্যগতভাবে বক্তব্য রাখবেন।
প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার বার্তা সংস্থা তাস’কে এ কথা বলেন।
তবে পুতিন উপস্থিত হয়ে না-কি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন তা পেসকভ স্পষ্ট করেন নি।
পুতিনের বক্তব্যের বিষয় সম্পর্কে জানতে চাওয়া হলে পেসকভ বলেন, এ নিয়ে বোঝাপড়া আছে। তবে ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন।
ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের ১৯ তম বার্ষিক অধিবেশন মস্কোয় ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।