ভালুকায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জেলার ভালুকা উপজেলা গতকাল উপশী আউস ধান আবাদের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার দুপুর ১টায় উপজেলা কমলা উন্নয়ন প্রশিক্ষণ হলরুমে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজীম উদ্দিন আহমেদ এতে প্রধান অতিথি উপস্থিত থেকে আজ বীজ ও সার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নইন হাসান, কৃষকলীগের সভাপতি আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা ১১টি ইউনিয়নের ৫০০ জন ক্ষুদ্র প্রান্তিক মাঝারি কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান