ময়মনসিংহের ভালুকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার রাত দেড়টার দিকে ভালুকার মামারিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত। সে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ গ্রামের ফজলুল হকের ছেলে।
ভালুকা থানার ওসি মঈন উদ্দিন জানান, বুধবার রাত দেড়টার দিকে ভালুকার মামারিশপুর এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায় ডাকাতদল। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এসময় সহযোগিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদ্দামের নামে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।
আজকের বাজার/এমএইচ