ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডস্ট্রাের ড্রাইভার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতোদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, ময়মনসিংহে থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে উপজেলার ড্রাইভার পাড়া এলাকায় পৌছালে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের পিলার ভর্তি একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসটি পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ৩ জন নিহত মারা যান।
আজকেরবাজার/অইএম/এস