‘ভালোবাসা মরে না’ শিরোনামে গান নিয়ে আসছে বাংলাদেশের সংগীত জগতের এক উজ্জল নাম বেবী নাজনীন ও এই প্রজন্মের জনপ্রিয় গায়ক ইমরান।
অনেক জনপ্রিয় গানের শিল্পী বেবী নাজনীন সংগীত থেকে দূরে ছিলেন কিছুদিন। সম্প্রতি আবারও নিয়মিত হয়েছেন। তাই আবারও তার কণ্ঠে নতুন গান পেতে শুরু করেছেন ভক্ত শ্রোতারা। এরই মধ্যে ইমরানের সাথে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
‘ভালোবাসা মরে না’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন কবির বকুল। গানটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্টেকের ইউটিউব চ্যালেন থেকে অবমুক্ত করা হবে।
গানটি সঙ্গীতায়োজনে ছিলেন সাইদ সুজন। কবির বকুল বলেন, ‘গুনি শিল্পী বেবী নাজনীন ও ইমরানের গানের ভক্ত আমি। স্পেশালি তাদের জন্যই মিষ্টি প্রেমের গানটি বেঁধেছি। আশা করি সবার ভালো লাগবে। ১৪ জুন সাউন্টেক থেকে গানটি বাজারে আসছে।’
আজকের বাজার/আরআইএস