মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তবে কোভিড-১৯ পজিটিভ হওয়ার পঞ্চম দিনে স্থিতিশীল অবস্থায় আছেন তিনি। তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা ভালো আছেন।
বুধবার সন্ধ্যায় নড়াইল এক্সপ্রেস জানান, বাসাতেই আছেন। প্রথমদিন থেকে বুকে সামান্য চাপ ছিল। সেটা এখনো আছে। অন্য কোনো সমস্যা নেই।
এদিকে গতকাল কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা। তার শারীরিক অবস্থাও ভালো বলে জানিয়েছেন মাশরাফী। তিনি বলেন, জটিল কোনো উপসর্গ নেই। বাসাতেই আছে।
করোনার রিপোর্ট হাতে পাওয়ার পরই দুই সম্তানকে নড়াইলে পাঠিয়ে দিয়েছেন সাবেক এ অধিনায়ক। তার ঢাকার বাসায় আছেন স্ত্রী সুমনা হক।