ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন পর্যায়ের ৪৬ জন পুলিশ কর্মকর্তাকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেছেন ডিএমপি’র কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
রোববার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি’র সদর দপ্তরে চলতি বছরের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন কমিশনার।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১২ জন, গোয়েন্দা ডিবি পশ্চিম বিভাগের ৪ জন, ট্রাফিকের ২ জন, বিট পুলিশিংয়ে ৫ জন, বিশেষ পুরস্কারে ৮ জন, ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতারে ৫ জন, জালটাকা উদ্ধারে ২ জন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ২ জন, অপহৃত উদ্ধাওে ২ জন, চুরি প্রতিরোধে ৪ জন।
জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে লালবাগ বিভাগ, গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের শ্রেষ্ঠ বিভাগ হয়েছে ডিবি-পশ্চিম বিভাগ এবং ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-পূর্ব বিভাগ।
আজকের বাজার/এমএইচ