রাজধানীর আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পর্যায়ের ৯০ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার ডিএমপি’র হেডকোয়ার্টার্সে ফেব্রুয়ারি (২০২০) মাসের অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।
ফেব্রুয়ারি মাসে ডিএমপির আট ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গুলশান বিভাগ। ডিএমপি’র গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ বিভাগ যৌথভাবে নির্বাচিত হয়েছে গোয়েন্দা-পশ্চিম ও উত্তর। শ্রেষ্ঠ টিম লিডার হলেন পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: শাহাদত হোসেন সুমা। এছাড়া ডিএমপি’র ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্র্রাফিক-পূর্ব বিভাগ। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান