করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। দেশের এই কঠিন সময়ে মানুষকে সচেতন করতে সরকারের পাশাপাশি এগিয়ে আসার অনুরোধও করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন সাব্বির। তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও এখন ভালো থাকার সময় নয়। তরপরও একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা প্লিজ বাসায় থাকুন, দয়া করে বাসা থেকে বের হবেন না।
সরকারের নির্দেশনা মেনে চলুন। প্লিজ লকডাউন মেনে চলুন। কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। সেই সঙ্গে গোটা দেশ সুস্থ থাকবে। আশা করি ইনশাল্লাহ বাসায় থাকার চেষ্টা করবেন। যার যার ধর্ম পালন করার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং সবাই দোয়া করবেন, যেন সবাই ভালো থাকে এবং ভালো দিন আসবে ইনশাল্লাহ।’
আজকের বাজার/লুৎফর রহমান