ভাষাসৈনিক হালিমা খাতুনের জানাজা সম্পন্ন, বিকেলে দাফন

ভাষাসৈনিক হালিমা খাতুনের জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (৪ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে  সকাল সাড়ে ১১ টার দিকে শেষ শ্রদ্ধার জন্য হালিমা খাতুনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়।

এসময়  ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফনের কথা রয়েছে।

গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাষাসৈনিক ও সাহিত্যিক হালিমা খাতুন।

আরজেড/