ভাষাসৈনিক হালিমা খাতুন স্মরণে গণবিতে শোকসভা

গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ভাষাসৈনিক ও সাহিত্যিক ড. হালিমা খাতুন স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত ) অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানুর সভাপতিত্বে উপাচার্যের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

শোকসভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা এবং পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী প্রমুখ।

বক্তারা ভাষা আন্দোলনে হালিমা খাতুনের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘যাদের সাহসী পদক্ষেপ ও আত্মত্যাগ আমাদের এনে দিয়েছে মাতৃভাষার স্বীকৃতি, একটি স্বাধীন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখিয়েছে , তাদেরই এক অনন্য উদাহরণ হালিমা খাতুন।’

রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বলেন- ‘গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের একজন সদস্য ছাড়াও তিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২৬ জুলাই ২০১৭ থেকে তিনি বিশ্ববিদ্যালয়  ট্রাস্টি বোর্ডের  সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় একজন অকৃত্রিম বন্ধু, পথপ্রদর্শক ও অভিভাবককে হারালো।’

বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের প্রধানগণ ও কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

রনি/রাসেল/