ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনে নেতৃবৃন্দ এবং পুলিশের বিভিন্ন বিভাগ ও ইউনিটের কর্মকর্তাগণ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। (বাসস)