মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুকের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল উদ্দিন, শফিউদ্দিন আহমেদ, মোঃ আলতাফ হোসেন ভুঁইয়াসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।