প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভাষা সৈনিক রওশন আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক শোক বার্তায়, ভাষা সৈনিক রওশন আরার অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভাষা সৈনিক রওশন আরা আজ বিকেলে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। খবর:বাসস
আজকের বাজার/আখনূর রহমান