বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ভাসানচর বসবাসের কতটা উপযোগী তা সরেজমিনে দেখতে জাতিসংঘের একটি প্রতিনিধিদল শিঘ্রই ভাসানচরে যাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশ সরকার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ওপর চাপ কমাতে প্রায় এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালী জেলার ভাসানচরে স্থানান্তর করার পরিকল্পনা নিয়েছিল। তবে ভাসানচরকে বন্যা প্রবণ এলাকা বলে আখ্যায়িত করে রোহিঙ্গাদের সেখানে স্থানান্তরের বিষয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে জাতিসংঘ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের যে বৈঠক হয়েছে তাতে জাতিসংঘের তরফে জানানো হয়েছে তাদের একটি প্রতিনিধিদল নিরাপত্তাসহ রোহিঙ্গাদের থাকার জন্য ভাসানচর কতটা উপযোগী, তা দেখতে ১৭ থেকে ১৯শে নভেম্বর সেখানে যাবে।
বাংলাদেশ শুরু থেকেই বলে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের ভাসানচরে সরিয়ে নেয়ার কাজটি করতে চায় বাংলাদেশ। বাংলাদেশ আরও বলেছে জোর করে কোনো রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হবে না।সূত্র:ভিওএ
আজকের বাজার/লুৎফর রহমান