‘ভাড়া কত’ অ্যাপ?

ঢাকা কিংবা সারাদেশে গণপরিবহনের ভাড়া সম্পর্কে যাত্রীদের জানিয়ে দেবে ‘ভাড়া কত’ নামে নতুৃন একটি অ্যাপ।কেউ যখন নতুন কোনো এলাকায় বেড়াতে বা কাজে যাবেন তখন গুগলে লোকেশন দেখার পাশাপাশি ভাড়া কত অ্যাপটি থেকে সঠিক ভাড়া জেনে নিতে পারবেন। একইসাথে কোন বাসগুলো কোন কোন রুট বা এলাকায় যাত্রী পরিবহন সেবা দিয়ে থাকা তা জানিয়ে দেবে।

অ‍্যাপটির ফিচার দেখুন:

অ‍্যাপটিতে ঢাকার রাস্তায় চলা বাসগুলোর তালিকা এবং কোন বাস কোন এলাকায় পরিবহন সেবা দিয়ে থাকে তা পাওয়া যাবে। সিএনজি দিয়ে চলাচল করতে চাইলে দূরত্ব অনুযায়ী অ‍্যাপটিতে আগেই দেখে নেওয়া যাবে ভাড়া কত আসবে। ট্রেনের ভাড়া ও শিডিউল সম্পর্কে জানা যাবে অ‍্যাপটির ‘ট্রেন’ অপশন থেকে। বর্তমান সময়ে রাইড শেয়ারিং সেবাগুলো ভাড়া কত আসবে তাও সহজে দেখে নেওয়া যাবে অ‍্যাপে। এছাড়া কোন রাইড শেয়ারিং সেবায় ভাড়া কত অ্যাপটি থেকে তাও জানা যাবে। অ‍্যাপটিতে মিলবে রাইড শেয়ারিং সেবাগুলোর প্রোমো বা ডিসকাউন্ট কোড। বাংলা ভাষায় অ‍্যাপটি ব‍্যবহারের সুবিধা রয়েছে।

অনলাইন নির্ভর হওয়ায় অ‍্যাপটি ব‍্যবহার করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে। অ্যাপটি প্লে স্টোরে ৪.৩ রেটিং প্রাপ্ত অ‍্যাপ্লিকেশনে বিনামূল‍্যে ডাউনলোড করা যায়।

এমআর/