ভিআইপিবির ১৫% লভ্যাংশ অনুমোদন

সম্পদ ব্যবস্থাপক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড উদ্যোক্তাদের জন্য ২০১৬-১৭ হিসাব বছরের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা,এজিএময়ে লভ্যাংশ অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। একই সঙ্গে আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদনও অনুমোদন দেওয়া হয়েছে।

এজিএময়ে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ড. জামাল মুহাম্মদ আবু নাসের, মুহাম্মদ শাহজাহান, শেখ মুহাম্মদ মারুফ, মুসলেহ উদ্দিন আহমেদ, গোলাম সারওয়ার, মশিউর রহমান এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

আজকের বাজার:এলকে/এলকে/৫ সেপ্টেম্বর ২০১৭