ছাত্রী আত্মহত্যায় প্ররোচণা মামলায় ভিকারুননিসার শ্রেণিশিক্ষিকা হাসনা হেনার জামিন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ আজ রোববার বিকেলে এ জামিন মঞ্জুর করেন। পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে হাসনা হেনার আইনজীবীরা আদালতে তার জামিন আবেদন করেন। পরে আদালতের হাকিম বাকী বিল্লাহ তার জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব) একটি টিম তাকে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, পল্টন থানায় অরিত্রীর বাবা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার যে মামলা দায়ের করেন, সেই মামলার তিন নম্বর আসামি ছিলেন হাসনা হেনা।
আজকের বাজার/এমএইচ