ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর পস করেছে ৯৯ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী। এ বছর মোট মোট পরীক্ষার্থী ছিল ১৮৫৩। যার মধ্যে পাস করেছে ১৮৪৯ জন। ফেল করেছে ৪ জন।
এছাড়া মোট জিপিএ-৫ পেয়েছে ৯৯৭ জন। গতবারের তুলনায় এ বছর জিপিএ-৫ বেড়েছে ৪৫টি বেশি।
বৃহস্পতিবার (১৯ জুলাই) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌস এ তথ্য জানান।
জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় মোট ১৪০০ জন শিক্ষার্থী। এ ছাড়া মানবিকে ২৩৩, ব্যবসায় শিক্ষা ২২০ জন।
এরমধ্যে বিজ্ঞান বিভাগে পাস করেছে ১৩৯৮ জন, মানবিকে ২৩১ এবং ব্যবসায়ী শিক্ষায় ২২০ জন। বিজ্ঞান ও মানবিকে দুইজন করে মোট চারজন ফেল করেছে। বিজ্ঞানে পাসের হার ৯৯ দশমিক ৮৫, মানবিকে ৯৯ দশমিক ১৪ ও ব্যবসায়ী শিক্ষায় শতভাগ পাস করেছে।
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার সারাদেশে ৬৬.৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন।
আরএম/