ভিকারুননিসায় প্রথম শ্রেণির ভর্তি লটারি

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির (দিবা) ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে। এতে ৮০জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। রোববার ১০ ডিসেম্বর সকালে স্কুল অডিটোরিয়ামে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
স্কুল সূত্রে জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি (দিবা) শাখায় প্রথম শ্রেণিতে ৮০টি শূন্য আসন রয়েছে। এসব আসনে ভর্তির জন্য সাধারণ কোটায় ১৬২টি, সেবা অঞ্চল বা এরিয়া কোটায় ১৫০টি, বোনের কোটায় ৩৪টি, মুক্তিযোদ্ধা কোটায় ১৭টি, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সন্তান কোটায় ২টি ভর্তি আবেদন চূড়ান্ত করা হয়।

এ ছাড়া আবেদন অসম্পূর্ণ হওয়ায় ১২টি, আবেদন একাধিক হওয়ায় ২২টি এবং অনলাইন আবেদন সম্পন্ন করার পর মূল কপি জমা না দেয়ায় ৫৬টি আবেদন বাতিল করা হয়েছে।

এসব আবেদনের মধ্যে এদিন লটারির মাধ্যমে সাধারণ কোটায় ৪ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮ জন, বোনের কোটায় ৮ জন, সেবা অঞ্চল কোটায় ৩২ জন ও সাধারণ কোটায় ৩৪ জনকে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর সন্তান কোটায় ২ জনকে ভর্তির জন্য মনোনীত করা হয়। মোট আসনের ৭ শতাংশ আসন অর্থাৎ ৬ জনকে লটারির মধ্যেমে অপেক্ষমান রাখা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ ভর্তি না হলে অপেক্ষামান তালিকায় থাকা প্রার্থীরা ভর্তির সুযোগ পাবে।

ভর্তি সংক্রান্ত বিষয়ে কলেজের অধ্যক্ষ নাজনীন রহমান (ভারপ্রাপ্ত) বলেন, সরকারি প্রতিনিধি ও অভিভাবকদের উপস্থিতিতে সকাল থেকেই শিক্ষার্থী ভর্তির জন্য লটারি শুরু করা হয়েছে। রোববার ধানমন্ডি শাখার লটারি অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে। আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে অন্য শাখার লটারিও শেষ করা হবে।

আজকের বাজার: আরএম/ আরআর/ ১০ ডিসেম্বর ২০১৭