সাধারণত একজন ভিক্ষুকের মাসিক আয় কত হতে পারে? এই ধারণা হয়তো আমাদের বেশিরভাগেরই নেই। তবে আনুমানিক পাঁচ হাজার বা ১০ হাজার! তবে ভারতে এমন ভিক্ষুক আছেন, যারা সরকারি বা বেসরকারি যেকোনো কর্মীর থেকে অনেক বেশি আয় এবং বিলাসবহুল জীবনযাপনও করেন।
বলছি ভরত জৈনের কথা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভরতই দেশটির সবচেয়ে ধনী ভিখারি। তিনি মূলত মুম্বইয়ের পোরেল এলাকাতে ভিক্ষা করেন। তার মাসিক আয় এবং সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে।
বয়স ৪৯ বছর। তার মাসিক আয় ৭৫ হাজার টাকার বেশি। শুধু তাই নয়, ভরতের দুটি অ্যাপার্টমেন্ট আছে। যার এক একটির দাম ৭০ লাখ টাকা। বাবা, দুই ভাই, স্ত্রী এবং দুই ছেলে নিয়ে তার সংসার। ভিক্ষা করা ছাড়াও ভরতের একটি দোকান আছে। ওই দোকান ভাড়া দিয়ে মাসে ১০ হাজার টাকা পান। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান