ভিক্ষুক পুনর্বাসনের চেক বিতরণ গোপালগঞ্জে

জেলায় আজ ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, জেলায় সমাজসেবা অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মো. হারুন-অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচী’র আওতায় ছয়জন ভিক্ষুকের হাতে মোট একলাখ ৯৫ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুবল আলম। (বাসস)