ভিডিও তৈরি করুন ফেসবুকে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরিতে নতুন সুবিধা এনেছে ফেসবুক। ‘ফেসবুক ক্রিয়েটর’ নামের একটি অ্যাপ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপটি দিয়ে ভিডিও তৈরি, বিশেষ ফিচার সহ ফেসবুক লাইভ ও কম্যুনিটির সঙ্গে যোগাযোগ করা যাবে।
গতকাল শুক্রবার ফেসবুক ভিডিওর পণ্য ব্যবস্থাপক ক্রিস হ্যাটফিল্ড এক পোস্টে জানিয়েছেন, ফেসবুকে ভিডিও নির্মাতারা ২০০ কোটির বেশি ফ্যান ও কমিউনিটির সঙ্গে যুক্ত থাকতে, তাদের মতামত জানতে, লাইভে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে ও অর্থ আয় করার সুযোগ পাবেন। সূত্র টেকক্রাঞ্চ।
জানা গেছে, নতুন অ্যাপটিতে রয়েছে ক্যামেরা ইফেক্ট ও ফ্রেম। আরো রয়েছে ‘ক্রিয়েটিভ কিট’ নামে একটি অপশন যা দিয়ে স্টিকার, ফ্রেম ও ফ্রি ভিডিও টেম্পলেট যুক্ত করার সুযোগ।
এর কম্যুনিটি ট্যাপ দিয়ে ভিডিও নির্মাতারা ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জারের আসা ম্যাসেজগুলো দেখতে আলাদা একটি ইনবক্সও থাকছে এতে। ভিডিও নির্মাতারা ভিডিওগুলো ফেসবুক স্টোরিজেও যুক্ত হতে পারবেন।

দর্শকদের প্রতিক্রিয়ার ওপরে নজর রাখতে এতে রাখা হয়েছে ‘ইনসাইট’ নামে একটি ফিচার। ভিডিও নির্মাতাদেরকে কনটেন্ট তৈরির বিষয়ে পরামর্শ দিতে ‘ফেসবুক ফর ক্রিয়েটরস’ নামে নতুন একটি ওয়েব পোর্টালও খুলতে যাচ্ছে ফেসবুক।
এ অ্যাপটি ইতোমধ্যেই আইওএস প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করেছে ফেসবুক। শিগগিরই এটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য ছাড়া হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
বর্তমানে ‘ফোর কে’ মানের ভিডিও নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। গত বছর ফোর কে লাইভস্ট্রিমিং চালু করেছে প্রতিষ্ঠানটি। তবে ফেসবুক তাদের লাইভ ৩৬০ ভিডিওতে ফোর কে রেজ্যুলেশন সাপোর্ট করছে।
আজকের বাজার: সালি / ১৮ নভেম্বর ২০১৭