আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার বলেছেন, ভিন্নমত থাকলেই কাউকে পিটিয়ে মারা যায় না।
বুয়েটের এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘যারাই অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অপরাধ যেই করুক না কেন আইন নিজস্ব গতিতে চলবে, অপরাধীদের খুঁজে বের করা হবে। ভিন্নমত থাকলেই কাউকে পিটিয়ে মারা যায় না। এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শের-ই-বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে (২১) সোমবার রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন বুয়েটের মেডিকেল অফিসার ডা. মো. মাশুক এলাহী।
ফাহাদ হত্যায় জড়িত থাকার অভিযোগে সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
আজকের বাজার/এমএইচ