ভিপি নুরসহ তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন ৭ সেপ্টেম্বর

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমানের ওপর হামলার অভিযোগে করা মামলায় ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। এরআগে সোমবার ভুক্তভোগী তারেক বাদি হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় এ মামলা দায়ের করেন। নুর ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন, সাইফুল ইসলাম (২৮) ও ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকেও আসামি করা হয় ।

জানা গেছে, এরআগে সোমবার রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের পার্কিংয়ে হামলার শিকার হন তারেক। সংগঠনটির একাংশের সভাপতি নুরুল হক নুরের খালাতো ভাই সাইফুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তার ওপর হামলা চালায়। হামলার পর সংগঠনটির নেতাকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। (বাসস)