ভিপি নুরের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ অন্যদের ওপর হামলার প্রতিবাদে সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন কয়েক শ শিক্ষার্থী। তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন।

দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য’ ব্যানারে এক বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয় এবং সেখানে পুনরায় সমাবেশ করেন।

এ সময় ডাকসুর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘এটা খুব স্পষ্ট যে মুক্তিযুদ্ধ মঞ্চ ছাত্রলীগের নির্দেশে এ হামলা চালিয়েছে। পরে ছাত্রলীগের ঢাবি সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনও কর্মীদের সাথে যোগ দিয়ে হামলা চালায়।’

‘আমরা প্রক্টরের সাথে বেশ কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু তিনি কোনো সাড়া দেননি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টর গোলাম রাব্বানী এ হামলার জন্য দায়ী, তাই অতি সত্বর আমরা তার অপসারণ চাই,’ যোগ করেন তিনি।

হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন,‘আমাদের ওপর যারা হামলা করেছেন তাদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’সূত্র-ইউএনবি

আজকের বাজার/আথনূর রহমান