ভিয়েতনামে কয়লা খনিতে আগুনে নিহত ৪

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কুয়াং নিন প্রদেশে বুধবার মিথেন গ্যাসের আগুনে চার কয়লা খনি শ্রমিক প্রাণ হারিয়েছে এবং আরো সাত জন আহত হয়েছে। ভিয়েতনাম সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ক্যাম ফা শহরের ২৩ বর্গ মিটার জুড়ে থাকা খনিটিতে খননের সময় দুর্ঘটনার ঘটে।
খবরে বলা হয়, খনিটি ভিয়েতনাম ন্যাশনাল কোল অ্যান্ড মিনারেল ইন্ডাস্ট্রিজ গ্রুপের থং নাত কয়লা খনি কোম্পানির অধীনে তাদের কার্যক্রম চালায়।
আহত সাত শ্রমিককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। (বাসস ডেস্ক)