কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন মোলাভের প্রভাবে ভিয়েতনামে ভূমিধস ও ট্রলারডুবির ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং ৫৯ জন নিখোঁজ রয়েছে বলে বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
দক্ষিণ-মধ্য কোয়াং ন্যাম প্রদেশের ট্র ভান গ্রামে বৃহস্পতিবার সকালে উদ্ধারকর্মীরা আটটি লাশ উদ্ধার করেন যেখানে একটি পাহাড়ের পাশের ঘর ভেঙে পড়ে।
টাইফুন কাছাকাছি আসার সাথে সাথে ভুক্তভোগীরা কমিউনিটিতে আশ্রয় নিয়েছিল, খবর ভিয়েতনাম নিউজ এজেন্সি।
টাইফুনের প্রভাবে বিরাজমান খারাপ আবহওয়ার জন্য শুরুর দিকে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। জীবিতদের খোঁজে কয়েকশত সৈন্য ও ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।
দেশটির উপ-প্রধানমন্ত্রী ত্রিঞ্চ দিঞ্চ ডাং ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করে বুলডোজার দিয়ে সৈন্যদের উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই ভূমিধসের এলাকায় দ্রুততম পথে পৌঁছাতে হবে। প্রথমে সৈন্য প্রেরণ করার আগে আমরা সেখানে বড় বুলডোজার পাঠাতে পারি। আমাদের হেলিকপ্টার ব্যবহার করে এ এলাকায় পৌঁছাতে হবে।’