বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কার এর জন্য মনোনিত হয়েছেন। ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস বাংলাদেশের যুব সমাজের উন্নয়ন তথা যুবকদের সংগঠিত করে তাদের অর্থনৈতিক সুবিধা বাড়াতে অবদান রাখার জন্য তাকে এই পুরস্কার দেয়া হবে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। পুরস্কার পাওয়ার এমন খবরে প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘পোস্ট’ দিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।
মন্ত্রনালয় সূত্র জানায়, আগামী ১৫ই ফেব্রুয়ারী ভারতের মুম্বাই-এ পুরস্কার দেয়া হবে। ওয়ার্ল্ড এইচআরডি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ত্রে নিয়ে কাজ করে এবং এসব ক্ষেত্রে উন্নয়নে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করে।
উল্লেখ্য যে, পাওয়ার এন্ড এনার্জি হ্যাকাথন, আইডিয়া প্রতিযোগিতা, ইন্টার্নশীপ, তরুণ উদ্যোক্তা সৃজন ও উন্নয়ন ইত্যাদি েেত্র অবদান রেখে বাংলাদেশের যুবকদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির জন্য নসরুল হামিদ বিশেষ অবদান রেখেছেন।
আজকের বাজার : এনএল/ওএফ/ ২জানুয়ারি ২০১৮