ভিসা জটিলতায় ৩ হজ ফ্লাইট বাতিল

ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের আরো তিনটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে মোট হজ ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ালো ২১টি।

৮ আগষ্ট মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সাংবাদিকদের এ তথ্য জানান। বাতিল হওয়া হজ ফ্লাইটগুলোর মধ্যে ১৭টি বাংলাদেশ এয়ারলাইন্সের, বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের। তিনি বলেন, ‘ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে বাংলাদেশ ও সৌদি বিমানের হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত মোট ২১টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।’

বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট শনিবার সকাল ৮টা ৫৫ মিনিটের (বিজি-১০৩৭) ও গত ৩ আগস্ট বৃহস্পতিবার ভোর ৫টা ২৫ মিনিটের (বিজি- ৩০৪১) ফ্লাইটি বাতিল করা হয়েছে।

এছাড়া ২ আগস্ট ভোর ৩টা ২৫ মিনিটের (বিজি-৫০৩৩) ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়।

পহেলা আগস্ট রাত ১টা ২৫ মিনিটের (বিজি- ১০৩১), ভোর ৪টা ৫৫ মিনিটের (বিজি-৩০৩১), সকাল ৮টা ৫৫ মিনিটের (বিজি-৫০৩১), রাত ১১টা ৪৫ মিনিটের (বিজি-৩০৩৩), রাত ১২টা ৫৫ মিনিটের (বিজি- ৭০৩১) এই ফ্লাইট পাঁচটি বাতিল ঘোষণা করা হয়।

৩১ জুলাই সকাল ১০টা ২৫ মিনিটের (বিজি- ৩০২৯) হজ ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

৩০ জুলাই দুপুর ১২টা ৫৫ মিনিটের (বিজি- ১০২৭), রাত ১১টা ৫৫ মিনিটের (বিজি- ৫০২৭) হজ ফ্লাইট বাতিল করা হয়।

২৯ জুলাই শরিবার সকাল ৬টা ৫৫ মিনিটের (বিজি- ৫০২৩), বিকেল ৫টা ৫৫ মিনিটের (বিজি- ১০২৫) হজ ফ্লাইট বাতিল করা হয়। ২৬ জুলাই বুধবার রাত ১১টা ২৫ মিনিটের (বিজি- ৫০১৭) হজ ফ্লাইট বাতিল করা হয়।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

আজকের বাজার: এলকে/এলকে ০৮ আগস্ট ২০১৬