পবিত্র হজ গমনেচ্ছুক ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন বাংলাদেশি হজযাত্রীকে সৌদি কর্তৃপক্ষ ভিসা দিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এবার পবিত্র হজ পালনের জন্য সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের সব হজযাত্রীকে ভিসা প্রদান করেছে।
১৪ আগস্ট পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন হজযাত্রীকে ভিসা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ বছর পবিত্র হজব্রত পালনের জন্য ঢাকায় সৌদি দূতাবাসে বাংলাদেশের আর কোনো হজযাত্রীর ভিসার আবেদন বাকি নেই।
তথ্যসূত্র : বাসস
আজকের বাজার: এমএম/ ১৬ আগস্ট ২০১৭