এএফসি অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে স্বাগতিক বাংলাদেশ ‘এফ’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
রোববার (২৩ সেপ্টেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মাদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়েছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।
তহুরা খাতুন এবং অঙ্কি খাতুন বাংলাদেশের পক্ষে গোল দুটি করেন।
আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ থাইল্যান্ডে শুরু হবে আট দলের দ্বিতীয় রাউন্ড। ভিয়েতনাম হারলেও ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বাংলাদেশ ছাড়া বাকি দলগুলো হলো- অস্ট্রেলিয়া, চীন, ইরান, লাওস, মিয়ানমার এবং ফিলিপাইনস।
এর আগে বাংলাদেশ বাহরাইনকে ১০-০, লেবাননকে ৮-০ এবং সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলের ব্যবধানে হারায়।
আজকের বাজার/এমএইচ