ভিয়েতনামের উত্তরাঞ্চলে বন্যায় ১৫ জনের প্রাণহানি

ভিয়েতনামে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ১১ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রশমন ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দীয় স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে।

হা গিয়াং প্রদেশে আকস্মিক বন্যায় বাড়ি ধসে তিন জন মারা গেছে। আকস্মিক বন্যা, ভূমিধস বা বাড়ি ধসে পড়ে লাই চাউ প্রদেশে অপর ১২ জন মারা গেছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

মঙ্গলবার সকাল নাগাদ ১১জন নিখোঁজ রয়েছে।এরমধ্যে সিন হো জেলায় সাত জন এবং বাকীরা লাই চাউয়ে নিখোঁজ রয়েছে।

বন্যা ও ভূমিধসে লাই চাউয়ে সাত জন আহত, ৮৩টি বাড়িঘর ধ্বংস ও আরো ১ হাজার ৪৭০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এতে ১২শ’ হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে এবং ৯৭টি গবাদি পশু ও ৫ হাজার ৪শটি হাস মুরগি মারা গেছে।
বন্যার পানির তোড়ে সেতু ভেসে যাওয়ায় অনেক আঞ্চলিক, প্রাদেশিক ও জাতীয় মহাসড়কে যানজট দেখা দিয়েছে।

কমিটি জানায়, সপ্তাহান্ত থেকে উত্তরাঞ্চলের সাতটি প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রায় ৬২ লাখ মার্কিন ডলার সমপরিমান ক্ষতি হয়েছে।

আরজেড/