ভিয়েতনামের একটি বাগানবাড়িতে আগুন লেগে ৫ জনের প্রাণহানি ঘটেছে।
মঙ্গলবার লাম ডং প্রদেশের ডা লাট নগরীতে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান রয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ডা লাট নগরীর একটি পুরনো বাগান বাড়ির চারটি কুটিরে এই অগ্নিকান্ড ঘটে। এই ঘটনায় নিহত হন নুইয়েন থং থাং (৪৫), তার স্ত্রী (৪৫) এবং তাদের ১৫ বছর বয়সী ছেলে ও ১২ বছর বয়সী মেয়ে। নিহত অপর ব্যক্তি তাদের অতিথি বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়,এটি অগ্নিসংযোগের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্ত করছে।
আজকের বাজার/ আরজেড