ভিয়েতনামের প্রেসিডেন্ট দাই কুয়াং তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন রোববার।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গতকাল সাংবাদিকদের জানান, ঢাক- হ্যানয় বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে আসছেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৫ সালের আগস্টে, একই বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২০১৭ সালের জুলাইতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভিয়েতনাম সফর করেন।
আজকের বাজার: আরজেড