ভিয়েতনামে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

ভিয়েতনামে শনিবার সকাল থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হয়েছে। করোনা মহামারির কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর এটি আবার চালু করা হয়।

ভিয়েতনাম এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রাজধানী হ্যানয় থেকে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিমানটিতে ৬০ জন আরোহী ছিল। এদের অধিকাংশই ভিয়েতনামী ছাত্র ও কর্মী।

এছাড়া এই বিমানে জাপানী নাগরিকও ছিল। ভিয়েতনাম বার্তা সংস্থার খবরে এ কথা বলা হয়।
গত মার্চ মাসের শেষ দিকে ভিয়েতনাম সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়।

দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত দুসপ্তাহেরও বেশি সময় ধরে স্থানীয় পর্যায়ে কোন সংক্রমণের খবর পাওয়া যায়নি বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।