ভিয়েতনামের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় সন থিন এর প্রভাবে সৃষ্ট বন্যায় ২৯ জন নিহত হয়েছেন। এছাড়া ৫ জন নিখোঁজ রয়েছেন। খবর সিনহুয়া’র।
বৃহস্পতিবার (২৬ জুলাই) স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।
ভিয়েতনামের সংবাদ মাধ্যমে বলা হয়, যারা মারা গেছে তাদের মধ্যে ১৫ জন উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশ ইন বেই এর। উত্তর পার্বত্য প্রদেশ সন লা’তে ছয়জন, থাঞ্চ হোয়া প্রদেশে তিনজন এবং উত্তর পার্বত্য অঞ্চল লাও কাই ও থান হোয়া প্রদেশে একজনের প্রাণহানি হয়েছে।
বর্ষা মৌসুমের প্রথম দিকে ঘূর্ণিঝড় ও গ্রীষ্মমন্ডলীয় নিন্মচাপ ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানে।
ভিয়েতনামে ২০১৭ সালে সাগরে সর্বাধিক ১৬ টি ঘূর্ণিঝড় এবং চারটি ছোট নিন্মচাপের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ে ৩ শ’ ৮৬ জনের প্রাণহানি হয় এবং ৬ লাখেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
আজকের বাজার/একেএ