ভিয়েতনামে বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
সোমবার(২৫ জুন) ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষএক বিবৃতিতে জানিয়েছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চলের লাই চাও প্রদেশটি। এখানে বন্যা ও ভূমিধসে পাঁচজনের মৃত্যু এবং আরও ১২ জন নিখোঁজ হয়েছেন। তাদের খুঁজে বের করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রদেশের উদ্ধারকারী দল। এছাড়া পার্শ্ববর্তী হা গিয়াং প্রদেশে বাড়ি ধসে নিহত হয়েছেন আরও দুজন।
তবে ভিয়াতেনামে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে ন। কেননা আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী দুদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
আরজেড/