ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হোচিমিন সিটিতে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপিরএক প্রতিবেদনে বিষয়টি জানাো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কারিনা প্লাজা নামের এ বহুতল ভবনের নীচ তলায় মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত উপরের দিকের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।
এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ভবনটিতে আগুন লাগার পর সেখানে থাকা লোকজন দৌঁড়ে ওপর তলার দিকে যাওয়ার চেষ্টা করার সময় তাদের অনেকে দম বন্ধ হয়ে মারা যায়।
নাম প্রকাশ না করার শর্তে পার্শ্ববর্তী এলাকার ওই সরকারি কর্মকর্তা এ বার্তা সংস্থাকে বলেন, ‘ওই ভবন থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা ধোয়ায় দম বন্ধ হয়ে মারা যায়। এতে আরো অনেকে দগ্ধ হয়েছে।
তিনি জানান, কর্মকর্তারা অগ্নিকান্ডের কারণ এখন পর্যন্ত জানতে পারেনি।
আরএম/