ভিয়েতনামে ভয়াবহ ঝড়ের আঘাতে নিহত অন্তত ২০জন। ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ হয়েছে যার ফলে দেশটির বেশ কয়েকটি শহর পানির নিচে তলিয়ে গেছে। উদ্ধারকারী দল জরুরি সহায়তা ও জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজ অব্যহত রেখেছে। ঝড়ের আঘাতে আরো অন্তত ১৬জন এখনো নিখোঁজ রয়েছে ও ১৪জন আহত হয়েছে বলে জানিয়েছে ‘রয়টার্স’।
শনিবার নাগাদ উপকূলীয় ঝড় ‘সন তিনহ’র আঘাত প্রচ- আকার ধারণ করলে হতাহতের ঘটনাটি ঘটেছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছে। ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় রাজধানী হ্যানয়ও প্লাবিত হয়েছে এবং দেশজুড়ে প্রায় ৫হাজার বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। তবে সন তিনহ গত বৃহস্পতিবারই দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে পৌঁছায় বলে দাবি করেছে রয়টার্স।
‘ভিয়েতনাম ন্যাশনাল কমিটি ফর সার্চ এ- রেসকিউ’ নামে দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধারকারী সংস্থা জানায়, ঝড় ও বন্যার প্রভাবে অন্তত ৮২হাজার হেক্টর পরিমাণ ভূমিধস হয়েছে। বন্যা সেসব জমির ফসলগুলোও ভাসিয়ে নিয়ে গেছে বলে সংস্থাটি দাবি করেছে। দেশজুড়ে প্রায় ১৭হাজার পশুও নিহত হয়েছে বলে উদ্ধারকারী সংস্থাটি জানিয়েছে। ইয়ন নিউজ
আজকের বাজার/এমএইচ