ভিয়েতনামে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এতে আরও ৪ জন আহত হয়েছেন। খবর সিনহুয়ার।
সোমবার (৩০ জুলাই) দেশটির মধ্যাঞ্চলীয় কুয়াং নম প্রদেশে বর ও তার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বহন করা একটি গাড়ির সাথে একটি কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
কুয়াং নম কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় অনলাইন সংবাদপত্র ভিএনএক্সপ্রেস জানায়, এ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বরসহ ১০ জন নিহত হয়। পরে হাসপাতালে আরো তিনজন মারা যায়।
বরের জন্মস্থান কুয়াং ত্রি প্রদেশ থেকে মোট ১৭ জনকে নিয়ে গাড়িটি বিন দিন প্রদেশে কন্যার বাড়ির দিকে যাচ্ছিল।
আজকের বাজার/একেএ