সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নেপালের পর আজ হারিয়েছে ভুটানের মেয়েদের। প্রায় একচেটিয়া প্রাধান্য বিস্তারের ম্যাচে গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা ভুটানের বিপক্ষে পাওয়া জয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে অনেকটাই ।
মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের মেয়েরা ভুটানের বিপক্ষে জয় পেয়েছে ৩-০ গোলে । আগের ম্যাচে তারা ৬-০ গোলে হারিয়েছিল নেপালকে। এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালের সম্ভাবনা এখন অনেকটাই নিশ্চিত বাংলাদেশের ।
১২ মিনিটে মার্জিয়ার কর্নার থেকে হেডে প্রথম গোল করেন আঁখি খাতুন । ৩৮ মিনিটে আনাই মগিনির নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে মার্জিয়াকে গোলবঞ্চিত করেন ভুটানের গোলরক্ষক ।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আঁখি আবারও গোল করেন মার্জিয়ার কর্নার থেকে। এবার আর হেডে না , আঁখি গোল করেন দারুণ সাইড ভলিতে।৬৮ মিনিটে মারিয়া মান্ডার শট আরেকবার পোস্টে লেগে ফিরে এলে বাংলাদেশকে হতাশ হতে হয় ।
বাংলাদেশ ব্যবধান ৩-০ করে ৮০ মিনিটে। তহুরার বদলি হিসেবে মাঠে নামা সাজেদা খাতুন একক প্রচেষ্টায় আরেকটি গোল করেন।
পরের ম্যাচে ভারতের বিরুদ্ধে নেপাল হারলে বা ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। ফাইনালে এক পা দিয়ে রাখা বাংলাদেশ আগামী বৃহস্পতিবার সাড়ে ১১টায় ভারতের মুখোমুখি হবে।
আজকের বাজার: সালি / ১৯ ডিসেম্বর ২০১৭