দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপে ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরুর তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে তপু বর্মনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আবারো ব্যবধান বাড়ান জেমি ডে’র শিষ্যরা। ৪৭তম মিনিটে মাহবুবুর রহমানের পা থেকে আসে বাংলাদেশের দ্বিতীয় গোল।
পুরো খেলায় বাংলাদেশ আধিপত্য বিস্তার করে আসলেও ভালোভাবেই লড়েছে ভুটান।
এর আগে ‘১২তম সাফ সুজুকি কাপ ২০১৮’ শীর্ষক টুর্নামেন্টের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে নেপালকে ২-১ গোলে হারায় পাকিস্তান।
স্বাগতিক বাংলাদেশের সাথে ‘এ’ গ্রুপে রয়েছে ভুটান, নেপাল এবং পাকিস্তান। অপরদিকে বি’ গ্রুপে ভারতের সাথে রয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
আজকের বাজার/এমএইচ