ভুটানে চীনের রাস্তা তৈরি করতে দেবে না ভারত

চীন-ভুটান-ভারত(সিকিম)সীমান্তে অবস্থিত ডোকা লা মালভূমি এলাকায় ভুটানের ভূখন্ডে চীন রাস্তা তৈরি করছে বলে অভিযোগ করেছে ভারত। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, চীনের রাস্তা তৈরির কাজ ডোকা লা অঞ্চলের স্থিতাবস্থার জন্য বিপজ্জনক। এই রাস্তা নির্মাণ ভারতের জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে।

এ ঘটনায় চলমান চীন-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র লু কাং দাবি করেন, আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে ভারতীয় সেনারা চীনের এলাকায় ঢুকেছে। ভারত সেনা প্রত্যাহার না করলে চীন আলোচনায় বসবে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়, ভারত যেন ১৯৬২’র যুদ্ধের কথা মনে রাখে।

পাল্টা জবাবে শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ১৯৬২’র ভারত আর ২০১৭’র ভারত এক নয়। ১৯৬২’র পরিস্থিতি আলাদা ছিল। ২০১৭’র ভারত অনেক বদলে গিয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ভুটানের এলাকায় ঢুকে চীন রাস্তা বানাতে চাইলে সেটা ঠিক নয়। ভারত এটা হতে দেবে না। চীন রাস্তা তৈরির কাজ বন্ধ না করলে সীমান্তে ভারত সেনা কমাবে না বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি।

ভারত ও চীনের মধ্যে চলমান এ ‌উত্তেজনার মধ্যেই সিকিমের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়ত। এদিকে ভারতের পাশে দাঁড়িয়ে চীনের রাস্তা তৈরির বিরোধিতা করেছে ভুটান। ইতোমধ্যে ডোকা লা মালভূমি এলাকায় চীনা তৎপরতার প্রতিবাদ জানিয়েছে ভুটান।

আজকের বাজার: এমএম/ আরআর/ ০২ জুলাই ২০১৭