ভুটানে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণ কাজ শুরু করতে চুক্তি স্বাক্ষর

ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণ কাজ শুরু হচ্ছে।
থিম্পুর নতুন কূটনৈতিক এলাকা হেজো-সামতেলিংয়ে ভুটান সরকার প্রদত্ত জমিতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণের জন্য নির্মাণ প্রতিষ্ঠান ‘বজ্র বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’এর সাথে সোমবার এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।

এতে স্বাক্ষর করেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায় এবং বজ্র বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জামশো।
এ উপলক্ষে দূতাবাস ভবনের নির্ধারিত স্থানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভুটানের পঞ্চম রাজা রয়েল চেম্বারলিন এবং চতুর্থ রাজা রয়েল চেম্বারলিন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র সচিব, ভুটানে নিযুক্ত ভারতের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং থিম্পু সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত শিবনাথ রায় তাঁর বক্তৃতায় বলেন, থিম্পুতে বাংলাদেশের নিজস্ব দূতাবাস ভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজার নেতৃত্ব এবং দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার কূটনৈতিক সুসম্পর্কের পরিচয় বহন করে। পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানী শহরে বাংলাদেশের নিজস্ব দূতাবাস ভবন নির্মাণে প্রধানমন্ত্রী যে নীতি গ্রহণ করেছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ সেলক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেল। এই প্রকল্পটিতে সহযোগিতা করার জন্য তিনি ভুটান ও বাংলাদেশ সরকারের সংশ্øিষ্ট সকল কর্তৃপক্ষকে  ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ভুটান এবং বাংলাদেশ নিজ নিজ রাজধানীতে দু’দেশের দূতাবাস ভবন নির্মাণের জন্য পরস্পরকে জমি প্রদান করেছে। বাংলাদেশ দূতাবাসের জন্য ভুটান সরকার থিম্পুর সুপ্রিম কোর্টের পাশে নির্ধারিত কূটনৈতিক এলাকায় ১ দশমিক ৫ একর জমি প্রদান করে। এ জমিতে দূতাবাস ভবন, রাষ্ট্রদূতের বাসভবন, স্টাফ কোয়ার্টার্স ও মাল্টিপারপাস হলসহ মোট চারটি ভবন নির্মিত হবে। ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজা দূতাবাস ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। (বাসস)