নব্য গনতান্ত্রিক ব্যবস্থায় উদীয়মান দেশ ভুটানের আগামী পাঁচ বছরের জন্য নেতৃত্ব ঠিক করতে তৃতীয় সাধারণ নির্বাচনের ভোট গ্রহন চলছে দেশটিতে। নির্বাচন কমিশনার সচিব দাওয়া তেনজিনের বরাতে আলজাজিরা জানায়, বৃহস্পতিবার ৪৩৮৬৬৩ জন নিবন্ধভুক্ত ভোটার জাতীয় পরিষদের ৪৭ জন সদস্যকে নির্বাচিত করবেন।
জানা যায়, নির্বাচনে রাজকীয় ড্রুক ফুয়েনসাম টিশোগ্পা এবং মধ্য-বাম নিমরুপ টিশোগ্পা দলগুলির মধ্যে প্রতিযোগিতা হচ্ছে।
নির্বাচন কমিশনের মুখপাত্র সোনাম তাবগায়েল বলেন, দেশের ২০টি জেলায় প্রবল আগ্রহ ও উৎসাহের মধ্য দিয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। আমরা আশা করি একটি ভালো ফলাফর পাওয়া যাবে।
প্রসঙ্গত, এক শতাব্দীর প্রাচীন রাজতন্ত্রের সমাপ্তি ঘটিয়ে এশিয়ার এই বৌদ্ধ রাজ্যটির প্রথম গনতান্ত্রিক উপায়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে।
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজা রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হিসাবে রয়েছেন কিন্তু ৬