যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিমান হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভুলবশত আফগানিস্তানের ৪ সৈন্য নিহত ও ৬ জন আহত হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, লোগার প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনী ও তালিবান বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সময় ঐ হামলার ঘটনা ঘটে। শাহপুর আহমাদযাই জানান, পুল-ই-আলম প্রদেশের রাজধানীর নিরাপত্তা চৌকিতে বিদ্রোহীরা হামলা চালানোর পর সংঘর্ষ বাধে। আহমাদযাই বলেন, সংঘর্ষের কারণে আফগানিস্তানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের বিমান সহায়তা চাইলে, এই ঘটনা ঘটে। ভিওএ
আজকের বাজার/লুৎফর রহমান