ভুল ভ্যাকসিন দেয়া নিয়ে চীনে তোলপাড়

ভুল ভ্যাকসিনের শিকার হয়েছেন চীনের অসংখ্য মানুষ। তবে এসব ভ্যাকসিনে কেউ অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট খবর না এলেও ভীতি ছড়িয়ে পড়েছে পুরো দেশে। এ অবস্থায় ভ্যাকসিন কারখানাগুলোতে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ক্যাকিয়াং।

বিবিসি জানায়, গেল সপ্তাহে চাংশেং বায়োটেকনোলজি নামে একটি ভ্যাকসিন কারখানায় অনিয়ম খুজে পায় স্থানীয় কর্তৃপক্ষ। এরপর কারখানাটিকে উৎপাদন বন্ধের পাশাপাশি বাজার থেকে ভ্যাকসিন প্রত্যাহারের আদেশ দেয় সরকার। এ খবর ছড়িয়ে পড়লে চাংশেং কোম্পানির ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন হাসপাতালে ভীড় করতে থাকেন তারা।

রোববার (২৩ জুলাই) এ নিয়ে চীনের প্রধানমন্ত্রী বলেন, ‘জড়িতদের কঠোর সাজার মুখে পড়তে হবে। ঘটনাটি নৈতিকতার  সীমা অতিক্রম করেছে। যারা দায়িত্বে  অবহেলার মাধ্যমে মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।’

এ খবরে চাংশেং বায়োটেকনোলজির শেয়ারের মূল্য একদিনেই ১০ ভাগ কমে গেছে।

এসএম/